প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০৪:৩৬ পিএম
কুষ্টিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের মঙ্গলবাড়িয়া বাঁধ সংলগ্ন এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যার দ্রুত সমাধান এসেছে কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের সক্রিয় ও কার্যকর হস্তক্ষেপে।
জানা গেছে, এলাকাবাসীর পক্ষ থেকে সংগঠনটির কাছে একটি লিখিত অভিযোগ জমা পড়ে। অভিযোগ পাওয়ার পরপরই সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু ও সদস্য সচিব কে এম জাহিদ পৌর কর্তৃপক্ষের সঙ্গে জরুরি যোগাযোগ করেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে সমস্যার তাৎক্ষণিক সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।
মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পৌরসভার সংশ্লিষ্ট দপ্তরের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে প্রাথমিক কাজ শুরু করে। দ্রুত এই উদ্যোগে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে আসে।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের সদস্য শাহারিয়া ইমন রুবেল, আবু মনি সাকলায়েন এলিন, সানজান ইসলাম প্রেমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
স্থানীয় বাসিন্দারা জানান, “এত দ্রুত সাড়া পাওয়া এবং সমস্যা সমাধানের পদক্ষেপে আমরা অভিভূত। এটি প্রমাণ করে—সংগঠিত নাগরিক উদ্যোগ ও দায়িত্বশীল প্রশাসনিক পদক্ষেপ একসাথে মিলেই একটি সমস্যার দ্রুত সমাধান সম্ভব।”
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “পৌর সেবা আমার অধিকার — এই শ্লোগানকে সামনে রেখে আমরা সবসময় জনগণের পাশে আছি এবং থাকব।”
এদিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, একটি শিশু তার ঘরের ভেতরে জমে থাকা পানি সেচে বাইরে ফেলছে—যা এলাকাবাসীর দুর্ভোগের বাস্তব চিত্রকে স্পষ্টভাবে তুলে ধরে।
প্রায় ২০০টি পরিবার এই জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়ে। পরিস্থিতির তাৎক্ষণিক সমাধানে কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদ নিজ উদ্যোগে পৌর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পাইপ কিনে দিয়ে সহায়তা করে।
আপনার মতামত লিখুন :