১৩ মিনিটেই গোল পাল্টা গোল
গ্যালারিতে তখনো ঠিকঠাক মতো জায়গা পেতে বসেননি দর্শকরা। ম্যাচ কেবল গড়িয়েছে ষষ্ঠ মিনিটে। এরই মধ্যে আবাহনী সমর্থকদের স্তব্ধ করে দিয়ে লিড নিয়ে নেয় বসুন্ধরা কিংস।কিংসের প্রথম আক্রমণেই আবাহনীর রক্ষণকে মনে হয়েছিল এলোমেলো। গোলরকক মিতুল মারমাকে দেখা গেছে আস্থাহীন। আবাহনী যখন গুছিয়ে উঠতে