ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

উড়ালের পর স্বপ্ন পূরণে এবার হবে পাতাল রেল: প্রধানমন্ত্রী

আমাদের খবর ২৪

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৩, ০৫:৫২ পিএম

উড়ালের পর স্বপ্ন পূরণে এবার হবে পাতাল রেল: প্রধানমন্ত্রী

উড়ালের পর এবার পাতাল রেল করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, একের পর এক বড় বড় স্বপ্ন পূরণ করছি। আওয়ামী লীগ মানুষের স্বপ্ন পূরণে সব সময় কাজ করে। শনিবার (৪ নভেম্বর) মেট্রোরেলের উদ্বোধন শেষে রাজধানীর আরামবাগে আওয়ামী লীগের জনসভায় এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, আমার কাছে ক্ষমতা হলো জনগণের সেবা করা। দেশের মানুষ যেন সুখে থাকে আমরা সেটাই চাই। এ জন্য নানা কাজ করছি।

তিনি বলেন, জ্বালাও-পোড়াও ধ্বংস করাই বিএনপির চরিত্র। তারা কথায় কথায় আগুন দেয়। বাসে আগুন দেয়। তাদের আন্দোলন অগ্নিসন্ত্রাস। তাদের আন্দোলন মানুষ খুন করা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা করা। তাদের আন্দোলন বন্ধ করতে হবে। যদি বন্ধ না করে তাহলে কীভাবে বন্ধ করতে হবে তা আমাদের জানা আছে।

এদিকে, সমাবেশে অংশ নিতে আরামবাগ এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ঢল নামে। বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও প্রাইভেট কারে করে হাজারো নেতাকর্মী সমাবেশস্থলে জড়ো হয়েছেন। পুরো আরামবাগ-ফকিরাপুল-নয়াপল্টন এলাকা ছেয়ে গেছে কর্মী-সমর্থকদের নিয়ে আসা ব্যানার-ফেস্টুনে।

বেলা দুইটার দিকে সমাবেশ শুরু হয়। সমাবেশে ঢাকা মহানগর ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা বক্তৃতা দেন। তারা বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে এবং শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করতে নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

Link copied!