মহাসড়কে অবৈধ যানবাহনের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের সামনেই অবৈধ যানবাহন দাপিয়ে চলছে বলে অভিযোগ উঠেছে। মহাসড়ক কাঁপানো এসব অবৈধ যানবাহনের মধ্যে রয়েছে ড্রামট্রাক, শ্যালো ইঞ্জিন চালিত স্টিয়ারিং ট্রলি, নছিমন, করিমন ইত্যাদি।
বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২ টার দিকে কুষ্টিয়া-ঢাকা মহাসড়কের কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে অবৈধ যানবাহনের বিরুদ্ধে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতে বিচারিক কর্মকর্তা হিসাবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানা। প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া বিআরটিএ`র মোটরযান পরিদর্শক কুতুব উদ্দিন।
উপস্থিত লোকজন প্রতিবেদককে জানান, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত অবস্থায় উপস্থিত কর্মকর্তাদের সামনেই অবৈধ ড্রামট্রাক, শ্যালো ইঞ্জিন চালিত স্টিয়ারিং ট্রলি, নছিমন ও করিমন মহাসড়ক দিয়ে সজোরে চলে যাচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা এসব যানবাহন আটকানোর চেষ্টাও করছেন না। শুধু মোটরসাইকেল আটকাচ্ছেন। তবে এর কিছুক্ষণ আগে দুইটি ড্রামট্রাক আটক অবস্থায় থাকতে দেখা গেছে বলে জানান তাঁরা।
প্রতিবেদক ভ্রাম্যমাণ আদালত পরিচালকারী কর্মকর্তাদের কাছে এবিষয়ে জানতে চাইলে তাঁরা সদুত্তর দিতে ব্যর্থ হন। এবং পরে একটি ট্রিয়ারিং ট্রলি ও একটি গাছ বোঝায় করিমন গাড়ী আটকিয়ে জরিমানা আদায় করে ছেড়ে দেন।
নিরাপদ সড়ক চাই (নিসচা)`র কুষ্টিয়া জেলা শাখার সভাপতি কেএম জাহিদ জানান," কুষ্টিয়ার সড়কে অবৈধ যানবাহনের দাপট বেড়েছে। এতে অবৈধ যানবাহনেের দ্বারা সংঘটিত দুর্ঘটনার পরিমাণও বাড়ছে। এসব দুর্ঘটনায় প্রাণহানি ও বিকলাঙ্গ হওয়ার ঘটনা ঘটছে। তিনি এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান।"
বিআরটিএ কুষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) জাহাঙ্গীর আলম এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, অবৈধ যানের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। আজকের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৪ টি মামলা ও ১৪ হাজার ২শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আপনার মতামত লিখুন :