ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

তালাবদ্ধ বিএনপির কার্যালয়েই সংলাপের চিঠি রেখে গেলো ইসির কর্মচারী

আমাদের খবর ২৪

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৩, ০৯:৩৩ পিএম

তালাবদ্ধ বিএনপির কার্যালয়েই সংলাপের চিঠি রেখে গেলো ইসির কর্মচারী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতিসহ সার্বিক বিষয়ে বৈঠক প্রসঙ্গে নির্বাচন কমিশন থেকে চিঠি পাঠানো হয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) চিঠি দিতে গিয়ে তালাবদ্ধ দেখে ফিরে যান নির্বাচন কমিশনের প্রতিনিধি। তবে যাওয়ার আগে তালাবদ্ধ গেটের ভেতরে থাকা চেয়ারে চিঠি রেখে গেছেন ইসির একজন অফিস সহকারী।

নির্বাচন কমিশনের একটি সূত্র জানায়, বিএনপিকে ইসির চিঠি পৌঁছে দেয়ার জন্য আজ বৃহস্পতিবার সকালে কমিশনের একজন অফিস সহকারী নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যান। তালাবদ্ধ কার্যালয়ে কাউকে না পেয়ে তিনি যান গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে।

এদিকে ঢাকায় গত ২৮ অক্টোবর সংঘর্ষে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর দলের নেতাদের বিরুদ্ধে অন্তত ৪২টি মামলার হওয়ার খবর পাওয়া গেছে। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের এলাকা পুলিশ ‘ক্রাইম সিন’ উল্লেখ করে সোমবার পর্যন্ত ঘেরাও করে রেখেছিল। মঙ্গলবার তা সরিয়ে নেয়া হয়। যদিও কার্যালয়ের সামনে সার্বক্ষণিক পুলিশি পাহারা আছে।

নির্বাচন কমিশন সূত্র বলছে, শনিবারের আলোচনা সভায় অংশ নিতে ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলকে চিঠি দেয়া হচ্ছে। চিঠিতে রাজনৈতিক দলগুলোকে সভাপতি ও সাধারণ সম্পাদক অথবা মনোনীত দুজন উপযুক্ত প্রতিনিধিকে আলোচনা অনুষ্ঠানে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

আলোচনা অনুষ্ঠানটি নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভায় সভাপতিত্ব করবেন। নির্বাচন কমিশনাররা সভায় উপস্থিত থাকবেন।

Link copied!