প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০১:৩৪ পিএম
কুষ্টিয়ায় বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও কটুক্তির প্রতিবাদে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকালে ইসলামিয়া কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ৫ রাস্তার মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে বিএনপির কুষ্টিয়া জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু বলেন, “এনসিপি এখনো আঁতুড় ঘর থেকে বের হতে পারেনি। এরা বিএনপি ও তারেক রহমানকে টার্গেট করে ষড়যন্ত্র করছে। জামাত ও এনসিপি নির্বাচন নিয়ে নতুন করে চক্রান্ত শুরু করেছে।”
তিনি আরও বলেন, “আমরা সবাই মিলে হাসিনা-মুক্ত বাংলাদেশ চেয়েছিলাম। সেই আন্দোলনে জনগণসহ সব দল অংশ নিয়েছিল। আজকে কেউ কেউ নিজেদের আন্দোলনের দাবিদার হিসেবে প্রপাগান্ডা ছড়াচ্ছে। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র সহ্য করা হবে না।”
বক্তব্যে তিনি জামায়াতের ৯৬ সালের ষড়যন্ত্রের কথাও স্মরণ করেন এবং সতর্ক করেন, “আপনারা যদি গায়ে পড়ে বিএনপিকে আক্রমণ করেন, তাহলে জবাব দেয়া হবে।”
বিক্ষোভে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার। তিনি বলেন, “স্বৈরাচারী সরকারের ১৭ বছরের দমন-পীড়নেও আমরা মাথা নত করিনি। ষড়যন্ত্র করে কেউ পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে পারবে না।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম কবির, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন বিদ্যুৎ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রঞ্জু, কুষ্টিয়া পৌর যুবদলের সাবেক সভাপতি আবু জাফর মতিন, আব্দুর রাজ্জাক বাচ্চু প্রমুখ।
সমাবেশটি পরিচালনা করেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউল রহমান পিন্টু।
বিক্ষোভ মিছিলটি শহরের ইসলামীয়া কলেজের সামনে থেকে শুরু হয়ে ৫রাস্তার মোড় বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আপনার মতামত লিখুন :