ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বিশ্বকাপ ইতিহাসে অস্ট্রেলিয়া সবচেয়ে বড় ব্যবধানে জয়ী

আমাদের খবর ২৪

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৩, ১১:৫৫ পিএম

বিশ্বকাপ ইতিহাসে অস্ট্রেলিয়া সবচেয়ে বড় ব্যবধানে জয়ী

অস্ট্রেলিয়ার বিশ্বকাপের শুরুটা ছিল বেদনাময়। টানা দুই পরাজয় দিয়ে শুরু হয় তাদের মিশন। তবে তৃতীয় ও চতুর্থ ম্যাচে ঘুরে দাঁড়ায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। পঞ্চম ম্যাচে আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হয় দলটি। আর এই দিনই অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ডাজদের পেয়ে তো বিশ্বকাপ ইতিহাসেরই সবচেয়ে বড় জয়ের রেকর্ড নিজেদের করে নিলো অস্ট্রেলিয়া।

নেদারল্যান্ডসের বিপক্ষে আজ অস্ট্রেলিয়া জিতেছে ৩০৯ রানের বিশাল ব্যবধানে। পাঁচ ম্যাচে টানা তিন জয় নিয়ে পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে এসেছে প্যাট কামিন্সের দল। এই জয়ে সেমিফাইনালের পথ অনেকটা মসৃণ হলো অজিদের।

বিশ্বকাপ ইতিহাসে এর আগে সবচেয়ে বড় জয়ের রেকর্ডটি ছিল ২৭৫ রানের। সেই রেকর্ডটিও করেছিল অস্ট্রেলিয়া। ২০১৫ বিশ্বকাপে পার্থে আফগানিস্তানকে এত বড় ব্যবধানে হারিয়েছিল অসিরা।

আজ নেদারল্যান্ডসকে রানের পাহাড়ে চাপা দিয়েছে অস্ট্রেলিয়া, ছুড়ে দিয়েছিল ৪০০ রানের প্রায় অসম্ভব এক লক্ষ্য। জবাবে ২১ ওভারে ৯০ রানেই গুটিয়ে গেছে ডাচদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন ওপেনার বিক্রমজিৎ সিং। বাকিরা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি।

অস্ট্রেলিয়ার লেগস্পিনার অ্যাডাম জাম্পা ৩ ওভারে মাত্র ৮ রান দিয়ে একাই নিয়েছেন ৪টি উইকেট। ২টি উইকেট শিকার মিচেল মার্শের।

এর আগে টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন ডেভিড ওয়ার্নার। শেষদিকে নেমে বিশ্বকাপ ইতিহাসেরই দ্রুততম সেঞ্চুরি করে বসলেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়াও পেলো ৮ উইকেটে ৩৯৯ রানের পুঁজি।

Link copied!