ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ম্যাচ হেরে যে কথা বলছেন সাকিব

আমাদের খবর ২৪

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৩, ১২:২৩ পিএম

ম্যাচ হেরে যে কথা বলছেন সাকিব

বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার ষোলোকলা পূর্ণ। আইসিসির সহযোগী সদস্য নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৭ রানের বড় ব্যবধানে হেরে গেছে সাকিব বাহিনী। এই হারে কার্যত সেমিফাইনাল খেলার সম্ভাবনা শেষ টাইগারদের। এমন লজ্জার হারে হতাশ টাইগার সমর্থকরা।

ডাচদের বিপক্ষে পরিষ্কার ফেবারিট হিসেবেই নেমেছিল বাংলাদেশ। আগে বোলিং করে বোলাররা অল্প রানেই ডাচদের আটকেও দিয়েছিল। কিন্তু ব্যাটাররা ব্যর্থ আরও একবার। টুর্নামেন্টজুড়ে বাজে ব্যাটিং করা ব্যাটাররা নেদারল্যান্ডসের বিপক্ষেও জারি রেখেছেন ব্যর্থতা। ম্যাচ শেষে তাই হারের জন্য ব্যাটারদেরই দায়ী করলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, ”আমি মনে করি আমরা খুব ভালো বোলিং করেছি। তবে তাদের ১৬০-১৭০ রানের মধ্যে সীমাবদ্ধ করা উচিত ছিল। পুরো টুর্নামেন্টজুড়েই ব্যাট হাতে আমরা খুব খারাপ করছি। পরিসংখ্যানের হিসাবে খারাপ, যা কষ্টদায়ক।’

টুর্নামেন্টে কোন বিভাগেই ভালো করতে পারেনি বাংলাদেশ। তবে ব্যাটাররা ব্যর্থ হয়েছেন দৃষ্টিকটুভাবে, ‘টুর্নামেন্ট জুড়েই আমরা সংগ্রাম করছি। সবার মনের মধ্যে কি চলছে তা নিশ্চিত নয়। যা বাংলাদেশ দলের থেকে একেবারেই আলাদা। ভক্তরা আমাদের উত্থান-পতনের মধ্যে দিয়েই আমাদের সমর্থন করে আসছে।’

Link copied!