প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০৩:০০ পিএম
কুষ্টিয়া জেলা ট্রাক মালিক গ্রুপের ৩ বছর মেয়াদী (২০২৫-২৮) কমিটি অনুমোদন দিয়েছে গঠিত নির্বাচন কমিশন। গ্রুপের তফসিল ঘোষিত নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের প্রতিটি পদের বিপরীতে ১ জনের অধিক মনোনয়নপত্র ক্রয় না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৯ জন সদস্যকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচন কমিশনের চেয়ারম্যান এ্যাড. সুধীর কুমার শর্মা এই কমিটি অনুমোদন দিয়েছেন। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হাজী মো. আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আখতারুজ্জামান।
২৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের অনান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি: আলহাজ্ব সিরাজুল হক, আলহাজ্ব আবু জাফর মোল্লা, মো: আশরাফ উদ্দিন নজু, আলহাজ্ব আব্দুল জলিল, আলহাজ্ব এম.এ মালেক, সহ-সাধারণ সম্পাদক: গনেশ জোয়াদ্দার ও মো: ইসমাইল হোসেন মুরাদ, সাংগঠনিক সম্পাদক: এ.কে.এম সিদ্দিকুর রহমান (হেলাল), কোষাধ্যক্ষ: স্বপন কুমার সাহা, দপ্তর সম্পাদক: মো: আসাদুর রহমান (লোটন), প্রচার সম্পাদক: আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক, সদস্য: এম এ খালেক, হাজী মো: আরশাদ আলী প্রধান, মো: জয়নাল আবেদীন, হাজী মো: জামশের আলী, মো: জিহাদুজ্জামান, মো: রেজাউল করিম, মো: আলী জিন্নাহ্, এ.এন.এম আঃ হাই তপো, মো: রুহুল আমিন, মো: মাসুদুজ্জামান, তারাদাস ভৌমিক, মো: মুজাহিদুল ইসলাম (বাবলু), মো: আহসান হাবীব আসকার, মো: মতিউর রহমান, মো: হাসানুজ্জামান (মানিক) ও মো: রাজু আহমেদ।
নির্বাচন কমিশনার এ্যাড. সুধীর কুমার শর্মা স্বাক্ষরিত ঐ অনুমোদন পত্রে উল্লেখ করা হয়েছে, "এতদ্বারা কুষ্টিয়া জেলা ট্রাক মালিক গ্রুপের সম্মানিত সদস্যবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাইতেছে যে, অত্র গ্রুপের কার্যকরী পরিষদের পত্র মোতাবেক সংঘ স্মারকের ১৩ ধারায় বর্ণিত অর্পিত দায়িত্ব বলে এবং গত ১১/০২/২০২৫ ইং তারিখ নিম্ন স্বাক্ষরকারী স্বাক্ষরিত মতে প্রচারিত নির্বাচনী সাধারণ বিজ্ঞপ্তি সহ নির্বাচনী তফসিল মোতাবেক যথাযথ বিধিমালা এবং গঠনতন্ত্র মতে ও নির্বাচন কমিশন সিডিউল মতে কর্মকান্ড শুরু করিয়া অব্যহত রাখা সহ চলমান। ঘোষিত নির্বাচনী তফসিলের `ঢ` অনুচ্ছেদ মতে অদ্য অপ্রতিদ্বন্দ্বী/বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত প্রার্থীর ফলাফল ঘোষণার দিন ২৯ সদস্যের কার্যনির্বাহী পরিষদের প্রতিদ্বন্দ্বীকারী হিসাবে মনোনয়নপত্র ক্রয় করিয়া যথাক্রমে পুরণ করত: প্রতীক প্রার্থনা করিয়া মনোনয়নপত্র দাখিল করিয়াছে। যাহা তুলনা এবং বিবেচনায় যথাযথ ও আইনসম্মত মর্মে গ্রহণ যোগ্যও বটে। যেহেতু অত্র গ্রুপের তফসিল ঘোষিত নির্বাচনে কার্য নির্বাহী পরিষদের বিপরীতে কোনো ব্যক্তি/সদস্য মনোনয়নপত্র ক্রয় করেন নাই, সেহেতু পূর্ব বর্ণিত মতে মনোয়নপত্র ক্রয়কৃত নির্বাহী পরিষদকে বর্ণিত ২০২৫-২০২৮ মেয়াদী কার্যনির্বাহী পরিষদ পরিচালনায় বিনা প্রতিদ্বন্দ্বীতামূলক নির্বাচন মানিয়া তফসিল ঘোষণা করা হয় এবং তদমতে দায়িত্ব পালন করা হয়। কিন্তু উপরোক্ত বর্ণনা মতে প্রতিদ্বন্দ্বীতামূলক নির্বাচন না হওয়াসহ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত প্রার্থী তালিকা তফসিল মতে আইন সঙ্গতভাবে ঘোষিত সেহেতু অত্র ফলাফলকেই যথাযথ গণ্যে প্রকাশ ও করণীয় জন্য অবগত করা হইল।"
আপনার মতামত লিখুন :