ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২
amaderkhobor24.com
কক্সবাজার থেকে

৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

আমাদের খবর ২৪

প্রকাশিত: মে ৮, ২০২৫, ০৬:৪০ পিএম

৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। যার মূল্য প্রায় ১৬ কোটি টাকা। বুধবার (৭ মে) রাত ৩টার দিকে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাবিরছড়া মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এসময় উক্ত এলাকায় দুই ব্যক্তিকে বস্তা কাঁধে নিয়ে হেটে যেতে দেখা যায়। তখন কোস্টগার্ড সদস্যরা তাদের ধাওয়া করেন। পরে তারা বস্তা দুটি পানের বরজে ফেলে দৌড়ে পালিয়ে যান।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। মাদকপাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Link copied!