ঢাকা বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২
amaderkhobor24.com
কুষ্টিয়া

জেলা আইনজীবী সমিতির অন্যতম সদস্য এ্যাড. বাপ্পীর ইন্তেকাল

আমাদের খবর ২৪

প্রকাশিত: মে ২২, ২০২৫, ০৮:০২ পিএম

জেলা আইনজীবী সমিতির অন্যতম সদস্য এ্যাড. বাপ্পীর ইন্তেকাল

এ্যাড. কাজী সাইফুদ্দিন বাপ্পীর ফাইল ছবি

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির অন্যতম সদস্য এ্যাডঃ কাজী সাইফুদ্দিন বাপ্পী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি কুষ্টিয়া পৌর এলাকার ২ নং  ওয়ার্ডের থানাপাড়া এলাকার বাসিন্দা এবং মরহুম কাজী কামালের ছোট ছেলে। 

গতকাল ২২ মে বৃহস্পতিবার কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক সকাল পৌনে ১১ টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।

তার মৃত্যুতে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ মুহ. হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক এ্যাডঃ এস, এম শাতিল মাহমুদ এবং বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি শাহারিয়া ইমন রুবেল ও সাধারণ সম্পাদক অঞ্জন শুভ গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাসহ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

Link copied!