ঢাকা বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২
amaderkhobor24.com
কুষ্টিয়া সড়ক ও জনপথ অধিদপ্তর

ফাঁকা অফিসে চলছে এসি, ফ্যান ও জ্বলছে লাইট

আমাদের খবর ২৪

প্রকাশিত: মে ২৬, ২০২৫, ০৮:৪৮ পিএম

ফাঁকা অফিসে চলছে এসি, ফ্যান ও জ্বলছে লাইট

বাড়িতে ফাঁকা ঘরে আলো জ্বলতে বা ফ্যান চলতে দেখলে অনেকেই রসিকতা করে বলেন, বাড়িকে তো সরকারি অফিস বানিয়ে দিয়েছিস!

সরকারি অফিসের সম্পর্কে এমন অপবাদ নতুন নয়। বিভিন্ন সময়ই দেখা যায়, সরকারি দফতরে কোনও একটি রুমে কোনও কর্মকর্তা নেই, অথচ এসি চলছে, আলো জ্বলছে, ফ্যানও চলছে! 

এমন দৃশ্য দেখা গেল কুষ্টিয়া সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম এর কার্যালয়ে।

এসি, লাইট, ফ্যান চলছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এনিয়ে বিরুপ মন্তব্য করেছেন অনেকেই।

এদিকে বিভিন্ন দপ্তরে দেখা মেলে বিদ্যুৎ অপচয় রোধে সচেতনতা মূলক সাইনবোর্ড। 

কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কার্যালয়ে গিয়ে দেখা যায়, কার্যালয়ের ভেতরে এসি, ফ্যান লাইট সব অন রয়েছে। রুমের মধ্যে প্রচন্ড ঠান্ডা। পিয়ন বললেন স্যার সকালে দুদকের গণশুনানিতে গিয়েছে আজ নাও আসতে পারে। বেলা তখন আনুমানিক দুপুর ৩টা।

কুষ্টিয়া ওজোপাডিকো ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী (তত্ত্বাবধায়ক প্রকৌশলী চার্জে) ফজলে রাব্বী সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিদ্যুৎ আমাদের দেশের সম্পদ। আমরা শুধু বিদ্যুৎ অপচয় রোধে সচেতন করতে পারি। তবে বিদ্যুৎ অপচয় রোধে কোন পদক্ষেপ গ্রহণ করার আইন নেই। 

এবিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এইটা তো আমি দেখিনা। ওখানে যে দায়িত্বে আছে তাকে জিজ্ঞাসা করবো এবং জবাবদিহিতার আওতায় আনবো।

Link copied!