ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

মুক্তিসেনার ডায়েরী

আমাদের খবর ২৪

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৩, ১২:২১ পিএম

মুক্তিসেনার ডায়েরী

মোঃ জাকির হোসেন সরকার

মুক্তিসেনার ডাকে সাড়া দিয়ে ছুটে চলি দুর্বার
ঘর ছেড়েছিনু দেশের তরে তুলে হাতে হাতিয়ার।

দিন-রাত যেত গুলির মিছিলে সময় থাকিত কম
মানসপটে প্রিয় মুখ পশে, যখনই ফিরিত দম।

বন্ধু একদা খবর পাইল প্রিয়তমা তার নাই
জীবনের মায়া ছেড়েছে অবেলা হইয়া নিরুপায়।

পাক সেনাদের অপমান সে সহিতে না পেরে শেষে
শাড়ীর আঁচলে ঝুলিয়া পড়েছে মৃত্যুকে ভালবেসে।

এ্যামবুশ শেষে কোন একদিন মাত্র ফিরেছি ডেরায়
কে জানি কহিল দশ দিন হল বাবাকে না দেখা যায়।

এক এক করি নয়টি মাসে কত সোনামুখ ওরে
নিজ কাঁধে তুলে দিয়েছি শুইয়ে চির শান্তির গোরে।

দিনক্ষণ ধরে শত কাফনের অঙ্ক মেলানো ভার
যার চলে গেছে সেই শুধু বোঝে কি জ্বালা বেদনার।

এমনি করিয়া হরেক রকম দুঃখের দিন শেষে
বিজয়ীর বেশে ফিরেছিনু মোরা স্বাধীন বাংলাদেশে।

ফিরিবার কালে কত আশা বুকে বাধভাঙ্গা ব্যাকুলতা
স্বাধীন দেশে ফিরে পাব পিতা, বন্ধুর হারানো মিতা।

ভরা যৌবন কেটে গেছে মোর বেলা নাহি আর বাকি
পিতা আর কভু আসিল না ফিরে দিয়ে গেল মোরে ফাঁকি।

ভগ্ন হৃদয়ে বাড়ি ফিরে এসে পাকা এক যুগ পর
শুনেছি বন্ধুটি বাঁধিতেছে আবার নতুন করিয়া ঘর।

স্বাধীন দেশের মুক্ত বাতাসে কৃষকের নেই হাসি
সিন্ডিকেটে বন্দি জনতা নীতি কথা আজ বাসি।

শ্রমিকের পাশে নেই কেউ আজ যুবক কর্মহীন
শিক্ষার মান তলানিতে কেন? সমাজ হৃদয়হীন।

বিচারের বাণী নিভৃতে কাঁদে অসহায়ের নেই গতি
হসপিটালের গন্ধ করিডোরে যাইনা সমাজপতি।

অস্বস্তিকর পরিবেশ সেথা ফেলা নাহি যায় শ্বাস
ফ্লোরিং করে মুমূর্ষু রোগীরা দিন রাত বারো মাস।

ব্যাংক ডাকাতরা শক্তিশালী কে পায় তাদের নাগাল
আইনের ফাঁকে মাফ পেয়ে যায় নীতির প্রশ্নে বেহাল।

অফিস আদালত আগেই দখল করেছে ছদ্মবেশী
পয়সা ছাড়া নড়েনা ফাইল, তুমি আদৌ বাংলাদেশী?

অসংখ্য শহীদ রক্ত দিয়েছে সম্ভ্রম মা-বোন
তুমি কে ধড়িবাজ ব্যর্থ করিছো মুক্তিযুদ্ধের চেতন?

কত সাধ ছিল বুকেতে মোদের মিটেছে কতটা তার
চোখ মুছি আর ভুল করি গুনে চাহি পিছে বার বার।

আশা বেদনার শত স্মৃতি কথা চাহে কে স্মরিতে আর
যুগ যুগ গেছে আশা ছাড়িনাই ক্ষত ব্যথা ভুলিবার।

বহুদিন হল অস্ত্র ছেড়েছি ট্রেনিং ছাড়েনি মোরে
টিক্কা এহিয়া বিদায় করেছি এবার দেখিব তোরে।

কোথা সিদ্দিক শফিউল্লাহ জিয়াউর রহমান
কেমনে সহিছো চোখ বুজিয়া রক্তের অপমান।

বয়ে যায় বেলা কাঁদে মানবতা বাজাও বিষের বীণ
“জাগো বাহে কুন্ঠে সবায়” আমরা আবার হব স্বাধীন।

 

লেখক:
সাবেক উপজেলা চেয়ারম্যান
কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ ও
ব্যবস্থাপনা পরিচালক, সরকার গ্রুপ

Link copied!