ঢাকা বুধবার, ০৯ অক্টোবর, ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১

গার্মেন্টস শ্রমিকদের উসকে দিচ্ছে বিএনপির কর্মীরাই: স্বরাষ্ট্রমন্ত্রী

আমাদের খবর ২৪

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৩, ০৬:৪৩ পিএম

গার্মেন্টস শ্রমিকদের উসকে দিচ্ছে বিএনপির কর্মীরাই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, চলমান পোশাক খাতের অস্থিরতায় বিএনপির ইন্ধন আছে। বিএনপির কর্মীরাই গার্মেন্টস শ্রমিকদের উসকে দিচ্ছে।

রোববার (১২ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় রাজনৈতিক ময়দানে ব্যর্থ হয়ে বিএনপি গার্মেন্টস খাতে সফলতার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল বিএনপির অংশগ্রহণ নিয়েও কথা বলেন আসাদুজ্জামান। তিনি বলেন, বিদেশি প্রভুদের ধরে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার চেষ্টা করছে বিএনপি। নির্বাচনে যে জিততে পারবে না, সেটা জেনেই সহিংসতায় নেমেছে তারা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার পাল্টাতে হলে নির্বাচন করতে হবে। নির্বাচন ছাড়া সরকার পাল্টানোর কোনো সুযোগ নেই। তাদের (বিএনপি) নির্বাচনে আসতেই হবে।

এ সময় দেশে চলমান অবরোধে বাসে আগুন দেওয়ার ঘটনা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যারা সহিংসতা করছে, বাসে আগুন দিচ্ছে, তাদের ধরে ধরে আইনের আওতায় আনা হবে।

Link copied!