ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

নিজ দল বিএনপির সংস্কার চাইলেন মেজর হাফিজ

আমাদের খবর ২৪

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩, ১২:৪৩ পিএম

নিজ দল বিএনপির সংস্কার চাইলেন মেজর হাফিজ

নিজ দলের সংস্কার চেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, দলের সংস্কার করুন। এখন যেভাবে চলছে, এভাবে একটা রাজনৈতিক দল চলে না। বুধবার (৮ নভেম্বর) সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মেজর (অব.) হাফিজ বলেন, আমি শারীরিক কারণে শিগগির রাজনীতি থেকে অবসর নেব। ৩১ বছর বিএনপির রাজনীতি করেছি, এই দলেই থাকার চেষ্টা করবো। এই দলের সদস্য হিসেবেই রাজনীতি থেকে বিদায় নিতে চাই।

বিএনপির সকল ত্যাগি নেতার প্রতি অভিনন্দন জানিয়ে মেজর (অব.) হাফিজ বলেন, তারা রাজপথে যথেষ্ট ভূমিকা রেখেছেন। সস্ত্র প্রতিরোধের মুখে নিরস্ত্র বাহিনী কতটুকু করতে পারে? তবুও তাদের অনেকে জীবন দিয়ে গণতন্ত্রকে সমুন্নত রাখার চেষ্টা করেছেন তাদেরও ধন্যবাদ জানাই। এ সময় তিনি বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানান এবং তার রোগ মুক্তি কামনা করেন।

একাত্তরের স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের নেতৃত্বাধীন ‘জেড’ ফোর্সে ছিলেন হাফিজ। যুদ্ধে সাহসিকতার জন্য তিনি বীর বিক্রম খেতাব পান। সামরিক বাহিনী থেকে অবসরের পর তিনি রাজনীতিতে যুক্ত হন। হাফিজ ‍উদ্দিন আহমেদ ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) থেকে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি পানি সম্পদমন্ত্রী হন। দীর্ঘ এক যুগের বেশি সময়ে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সরকারের দমননীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে কারাগারেও যেতে হয়েছে তাঁকে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে এক কর্মসূচিতে অংশ নেওয়ায় ২০২০ সালে হাফিজ উদ্দিন আহমেদসহ দলের আরেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি।

Link copied!