ঢাকা মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২
amaderkhobor24.com

ক্যান্সার আক্রান্ত শিশুকে বিএনএইচআরএ সহযোগিতা

আমাদের খবর ২৪

প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৯:৫১ পিএম

ক্যান্সার আক্রান্ত শিশুকে বিএনএইচআরএ সহযোগিতা

কুষ্টিয়ায় ক্যান্সার আক্রান্ত আড়াই বছর বয়সী এক কন্যা শিশুকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি (বিএনএইচআরএ), কুষ্টিয়া জেলা শাখা। সংগঠনটির পক্ষ থেকে শিশুটিকে এককালিন ৩১ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। এছাড়াও চিকিৎসার শুরু থেকেই সংগঠনটির নেতৃবৃন্দ শিশুটির সার্বিক খোঁজখবর নিয়ে ও সহযোগিতা করে আসছে।

রবিবার (৪ মে) রাত ৯ টার দিকে বাংলাদেশ মানবাধিকার সমিতি, কুষ্টিয়া জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে শিশুটির পিতার হাতে এ সহযোগিতা তুলে দেওয়া হয়। এসময় শিশুটির পিতা আবেগে অশ্রুসিক্ত হয়ে পড়েন। তিনি উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জানান এবং তার সন্তানের জন্য দু‍‍`আ প্রার্থনা করেন।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি শাহারিয়া ইমন রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপি‍‍`র সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জজ কোর্টের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) এ্যাডভোকেট শামিম উল হাসান অপু। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি জনাব আল-মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব কে,এম জাহিদ, দৈনিক সময়ের কাগজ পত্রিকার চট্টগ্রাম আঞ্চলিক সম্পাদক নূর মুহাম্মদ রানা।

নেতৃবৃন্দ অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তশালী মানুষের প্রতি অনুরোধ জানান। এছাড়াও যাঁরা জাতীয় মানবাধিকার সমিতির ডাকে সাড়া দিয়ে শিশুটির পাশে এসে দাঁড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি,কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি আবু মনি সাকলায়েন এলিন, সাধারণ সম্পাদক অঞ্জন কৃষ্ণ শীল শুভ, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম প্রমুখ।

Link copied!