ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
amaderkhobor24.com
উচ্চ শব্দে গান বাজানো নিয়ে সংঘর্ষ

একই পরিবারের তিন জনকে কুপিয়ে জখম

আমাদের খবর ২৪

প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ০৭:০৩ পিএম

একই পরিবারের তিন জনকে কুপিয়ে জখম

প্রতীকী ছবি

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কাঁচেরখোল ইউনিয়নের উত্তর বোয়ালিয়া গ্রামে বিয়ের অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিটের দিকে এ ঘটনায় একই পরিবারের তিনজন গুরুতর আহত হন। আহতরা বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আহতরা হলেন—উত্তর বোয়ালিয়া গ্রামের রওশনের ছেলে আনারুল (৪০), আলামিন (৩৮) ও রওশন (৬০)।

পরিবারের সদস্যরা জানান, পাশের বাড়ির রশিদের ছেলে আসলামের বিয়েতে সারা রাত সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজানো হয়। এ নিয়ে রওশন ও তার পরিবারের সদস্যরা আপত্তি জানালে সকালেই রশিদ ও তার স্বজনরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

আহত আলামিন বলেন, “আমরা শুধু বলেছিলাম একটু আস্তে বাজাতে। এতে তারা ক্ষিপ্ত হয়ে চাইনিজ কুড়াল, রামদা ও লাঠিসোটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়।”

আনারুল জানান, “প্রথমে রশিদ ও তার ছেলে আসলাম আমাকে কুপিয়ে আহত করে। জ্ঞান ফেরার পর দেখি আমি হাসপাতালে ভর্তি। পকেটে পিয়াজ বিক্রির কিছু টাকা ছিল, তাও খোয়া গেছে।”

রওশন অভিযোগ করেন, “তাদের হাতে থাকা রামদা ও কুড়াল দিয়ে আমার দুই ছেলেকে এলোপাতাড়ি কোপায়। আমি বাধা দিতে গেলে আমাকেও মারধর করে।”

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে তাদের অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

হামলায় জড়িতদের মধ্যে রয়েছেন—বোয়ালিয়া গ্রামের ছওদ আলীর ছেলে রশিদ (৫৫), তার ছেলে আসলাম (২৬), আসিফ (১৮), মাহাতাবের ছেলে শহিদ (৩৫), শরিফ (৪৫), ছওদ আলীর আরেক ছেলে জমির (৪৫), এবং তাইজালের ছেলে আজিজুল ও সোহাগ।

ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!